ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


201) কোন বায়ু হেডলি কোষ নামে পরিচিত ?
A) মেরু বায়ু
B) বানিজ্য বায়ু
C) পশ্চিমী ঝঞ্জা
D) ক্রান্তীয় বায়ু

202) ওয়াদি হল একটি –
A) হ্রদ
B) চলমান বালিয়াড়ি
C) শুষ্ক নদী উপত্যকা
D) ক্ষয়জাত পাহাড়

203) হিমরেখার ওপরে কোনটি অবস্থান করে না?
A) নেভে
B) নদী
C) ফার্ন
D) হিমবাহ

204) ভারতের বৃহত্তম নদী দ্বীপ হল –
A) সাগর দ্বীপ
B) মাজুলি
C) লাক্ষাদ্বীপ
D) সুন্দরবন

205) নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় –
A) নদীমঞ্চ
B) নদীচর
C) ক্যানিয়ন
D) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

206) হিমবাহ অধ্যুষিত অঞ্চলে কোন হ্রদটি দেখা যায় না?
A) করি হ্রদ
B) কেটল হ্রদ
C) প্যাটারনস্টার
D) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

207) কপিলধারা ফলসের অবস্থান
A) সোন নদীর উপর
B) চম্বল নদীর উপর
C) নর্মদা নদীর উপর
D) কৃষ্ণা নদীর উপর

208) The Nagarjunasagar Multipurpose Project consists of a masonry dam across / নাগার্জুনাসাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত :
A) River Krishna/ কৃষ্ণা
B) River Cauvery/ কাবেরী
C) River Tungabhadra/ তুঙ্গভদ্রা
D) River Sone/ সোন

209) ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে
A) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করা জন্য
B) জল বিদ্যুত উৎপাদন করার জন্য
C) চাষের জমিতে জল সরবরাহ করার জন্য
D) উপরের কোনটিই নয়

210) এন্থেরা আসাম থেকে সংগৃহিত রেশম
A) তসর
B) মুগা
C) এরি
D) তুঁত রেশম

211) কোন্‌ নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ?
A) মাহী নদী, ওয়ানাকবরী
B) তাপ্তী নদী, গুজরাট
C) কৃষ্ণা নদী, কর্ণাটক
D) কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

212) নিচের কোন hill station টি queen of Satpura নামে পরিচিত ?
A) পাঁচমারি
B) নীলগিরি
C) মহেন্দ্র গিরি
D) কারাকোরাম

213) সিরোজম কি?
A) কৃষ্ণমৃত্তিকা
B) পলিমাটি
C) পডসল
D) মরু অঞ্চলের মাটি

214) ভারতের কোথায় টোডা উপজাতির দেখা পাওয়া যেতে পারে ?
A) সিকিম
B) আন্দামান
C) নীলগিরি
D) গারো

215) হিমালয় পর্বতের একটি শৃঙ্গ K2, অপর কি নামেও পরিচিত?
A) কৈলাশ পর্বত
B) নাঙ্গা পর্বত
C) গডউইন অস্টিন
D) কাঞ্চনজঙ্ঘা

216) উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন্ গিরিপথ প্রধান প্রবেশদ্বার ?
A) নাথুলা
B) জেলেপ লা
C) বানিহাল
D) রোটাং

217) নীচের পর্বতগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয় ?
A) ভিসুভিয়াস
B) সিয়েরা নেভা
C) ফুজিয়ামা
D) কাসকেড

218) তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম-
A) দিহং
B) দিবং
C) লোহিত
D) সাংপো

219) ধুঁয়াধার জলপ্রপাত কোন্ নদীর গতিপথে দেখা যায় ?
A) ব্রহ্মপুত্র
B) মন্দাকিনী
C) নর্মদা
D) সরাবতী

220) কোন নদীর গতিপথে বিখ্যাত হুদ্র জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?
A) ব্রহ্মপুত্র
B) তিস্তা
C) সুবর্ণরেখা
D) কাবেরী